
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠকের পর সৃঞ্জয় বসুর বিরুদ্ধে মানহানির মামলায় কথা জানান সচিব দেবাশিস দত্ত। তাঁর সংবাদপত্রে প্রকাশিত একটি রিপোর্ট নিয়ে যত ঝামেলা। সংশ্লিষ্ঠ কাগজের প্রধান সম্পাদক হিসেবে সৃঞ্জয়ের বিরুদ্ধে মামলা করেন মোহনবাগান সচিব। এদিন সন্ধেয় ভবানীপুর ক্লাবের বসে এর পাল্টা দেন প্রাক্তন বাগান সচিব। এমনকী এই ঘটনায় দেবাশিস দত্তের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। পাশাপাশি দাবি করেন, তাঁর কাগজে যা প্রকাশিত হয়েছে, সেটা যথেষ্ট যুক্তিসঙ্গত। সৃঞ্জয় বসু বলেন, 'ইন্টারভিউ দেখার পর দেবাশিস দার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে তাই গুলিয়ে ফেলেছে পরপর দুটো বাংলা সংবাদপত্র মোহনবাগান নির্বাচন নিয়ে খবর বেরিয়েছে। একটা কাগজ সিপিএম নিয়ে লিখেছিল। একটা কাগজ বিজেপি নিয়ে লিখেছে। এটা খবরের অ্যাঙ্গেল। যথেষ্ট যুক্তি আছে এর পেছনে। গুলিয়ে ফেলছেন কোন বাংলা কাগজে কী বেরিয়েছে। এখন নির্বাচনের চাপে আছে, তাই এই ভুল করেছে।'
যে পত্রিকা নিয়ে এত কথা উঠছে, তার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মোহনবাগানের একজন সহ সভাপতি। কিন্তু দেবাশিস দত্ত দাবি করেন, তিনি সংশ্লিষ্ট পত্রিকার কোনও পদে নেই। এই নিয়ে পাল্টা দেন সৃঞ্জয়। তিনি বলেন, 'ওনার অ্যালজাইমার হয়েছে। তিন বছর আগে ভাল করে জানতেন পদটা। হঠাৎ ভুলে গিয়েছেন।' কয়েকদিন আগে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন ডেকে টুটু বসু জোর গলায় দাবি করেন, তাঁর সংসারে কেউ ভাঙন ধরাতে পারবে না। শুক্রবার এই নিয়ে মুখ খোলেন বাগানের প্রাক্তন সচিব। সৃঞ্জয় বলেন, 'উনি ইচ্ছাকৃতভাবে আমার পরিবারে ঢুকতে চাইছেন। এই পাপ ওনাকে ছাড়বে না। ভাইয়ে ভাইয়ে ঝামেলা লাগানোর চেষ্টা করছেন।' সৃঞ্জয় বসু জানান, এনআরআই হওয়ার দরুন ১২ জুলাই ২০২৪ সালে তাঁর সংবাদপত্রের সমস্ত পদ থেকে ইস্তফা দেন সৌমিক বসু। মানহানির মামলা প্রসঙ্গে জানান, এডিটোরিয়াল বোর্ডের সঙ্গে কথা বলে চিঠির উত্তর দেবেন।
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিনশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের